• উত্তর চট্টগ্রাম

    অপহৃত ভুজপুর থানার সাবেক ইউপি চেয়ারম্যান হারুনকে রাউজান থেকে উদ্ধার

      প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৪ , ১০:৫৯:৪৮ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : অপহৃত ফটিকছড়ির ভুজপুর থানার ৩নং নারায়ণ হাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ (৫৫) কে রাউজান থেকে উদ্ধার করা হয়েছে।

    অপহরণের ঘটনায় জড়িত থাকার ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ নভেম্বর বুধবার ভোরে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের গর্জনীয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রাউজান থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম. শফিক আলম চৌধুরী।

    জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকা থেকে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ৩নং নারায়নহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদকে অপহরণ করে রাউজানে বন্দী দশায় রেখে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

    ইউপি চেয়ারম্যানের স্বজনেরা চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানায় বিষয়টি অবহিত করলে মুক্তিপণ প্রদানের কথা বলে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে রাউজান থানা পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানা পুলিশ এবং চট্টগ্রাম ডিবি পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ইউপি চেয়ারম্যানকে উদ্ধার এবং অবহরণের ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

    এর আগে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদকে অপহরণ করা হয়।

    নারায়ণ হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী বলেন, গত মঙ্গলবার রাত ৮টায় চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানাধীন অক্সিজেন এলাকা থেকে অপহরণ করার তথ্য জেনেছিলাম।

    শুনেছি উনাকে রাউজান থেকে উদ্ধার করা হয়েছে। রাউজান থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম. শফিকুল আলম চৌধুরী বলেন, অহরণের শিকার এক সাবেক ইউপি চেয়ারম্যানকে উদ্ধারের জন্য বায়েজিদ থানার একদল পুলিশ রাউজান এসেছিল।

    রাউজান থানা পুলিশসহ গিয়ে ওই চেয়ারম্যানকে উদ্ধার এবং ঘটনায় জড়িত কয়েকজনকে বায়েজিদ থানা পুলিশ নিয়ে যায়। কবে অপহরণ হয়েছিল বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

    এ প্রসঙ্গে জানতে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, আমাদের টিম এখনো বাইরে আছে। থানায় আসলে বিস্তারিত জানাতে পারব।

    প্রসঙ্গত, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ৩নং নারায়ণহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রয়াত হাজী আমিনুল হকের ছেলে। তিনি নারায়ণহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন।

    আরও খবর 27

    Sponsered content