• খেলাধুলা

    চট্টগ্রামে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান স্মৃতি দাবায় খিজির চ্যাম্পিয়ন,সাকের উল্লাহ রানার্সআপ

      প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৪ , ৫:৩৪:২০ প্রিন্ট সংস্করণ

    ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম চেস্ একাডেমি আয়োজিত দুইদিন ব্যাপী গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান স্মৃতি (অনুর্ধ্ব১৭) আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট ১৭ আগস্ট সম্পন্ন হয়েছে।

    ৬ষ্ঠ রাউন্ড খেলা শেষে সাড়ে ৫পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর থেকে আগত আবদুল্লা খাজির বিন আয়াছ, ৫পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে কক্সবাজার থেকে আগত সোঃ সাকের উল্লাহ ১ম রানাস-আপ, আবিদ মাহাদি সাদ ‍২য় রানার্স আপ হবার গৌরব অর্জন করেন।




    সাড়ে ৪ পয়েন্ট টাইব্রেকিং পদ্ধতিতে দুর্জয় দাস ৪র্থ , ফায়াজ চৌধুরী ৫ম স্থান এবং ৪পয়েন্ট পেয়ে উমনিয়া বিনতে লুবাবা সেরা বালিকা পুরস্কার লাভ করেন।

    এছাড়াও অনুর্ধ্ব ১৪ ক্যাটাগরিতে আহনাফ দাইয়ান ১ম স্থান ও সৈয়দ সফিউল মুসনামিন ২য় স্থান জাজবির নুর জারিফ ৩য় স্থানলাভ করেন। অনুর্ধ্ব ১০ (বালক) সেরা হয়েছেন নাজিফ নিয়াজ, অনুর্ধ্ব ১০ (বালিকা) সেরা অপরাজিতা দাশ এবং সেরা ননরেটেড মোঃ রিয়াদ চৌধুরী।




    টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম চেস্ একাডেমির প্রতিষ্ঠতা পরিচালক রাকিব-উল-ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং পরিচালক মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা বাবু সুজল কুমার দত্ত।

    বক্তব্য রাখেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রিন্সিপাল ক্যাপ্টেন আতাউর রহমান, সিসিএ এর পরিচালক সুফিয়ান আশরাফ, তৌহিদুল করিম,প্রশিক্ষক আসিফ মাহমুদ, অভিভাবকদের পক্ষে মাহাবুব আলম, আয়াজ গাজী, সুমাইয়া আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।




    টুর্নামেন্ট চীফ আরবিটার হিসাবে রাকিব-উল-ইসলাম সাচ্চু,ডেপুটি চীফ আরবিটার মোঃ নুরুল আমিন এবং আরবিটার হিসাবে আসিফ মাহমুদ দায়িত্ব পালন করেন।টুর্নামন্টে ৩৯জন রেটেড দাবাড়ুসহ মোট ৪৪জন অংশগ্রহন করে।

    আরও খবর 16

    Sponsered content