• রাজনীতি

    চট্টগ্রামের ইশতিয়াক ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মনোনীত

      প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২২ , ৮:৪৭:১৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মনোনীত হয়েছেন ছাত্রনেতা ইশতিয়াক আলী ওয়াসিফ। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় দীর্ঘদিন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ দায়িত্ব প্রদান করা হয়। তিনি বন্দর নগরীর চান্দগাঁও থানাস্থ ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের বাসিন্দা।



    বিভিন্ন সময় হামলা মামলাসহ নানা ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে এই ছাত্রনেতাকে। রাজনৈতিক প্রতিহিংসা বশত মিথ্যা মামলায় কারাবরণ করতে হয় বেশ কয়েকবার। তবুও রাজপথে তার সরব উপস্থিতি ছিল বরাবরই প্রশংসনীয়।



    উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগ মুহুর্তে সারাদেশের বিভিন্ন ইউনিট থেকে ত্যাগী ও নানা কারণে বঞ্চিত কর্মীদের মূল্যায়ন করছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।



    0Shares

    আরও খবর 21

    Sponsered content