• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ

      প্রতিনিধি ৩১ মে ২০২৪ , ১০:১৮:২৩ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ৩০ মে বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলার প্রশাসন কর্তৃক আয়োজিত ফটিকছড়ি উপজেলা শিক্ষার্থীদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলার সরকারি-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় ডাস্টবিন বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নুর মাওলা বীর প্রতিক মিলায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।




    এতে প্রধান অতিথি ছিলেন খাদিজাতুল আনোয়ার এমপি । স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেছবাহ উদ্দিন ।




    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা প্রকৌশলী বাবু তন্ময় নাথ,উপজেলা মাধ্যমিক শিক্ষা ডক্টর সেলিম রেজা ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল।

    অনুষ্ঠানটি সঞ্চালনের করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হাসানুল কবির।




    প্রধান অতিথি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। যত্রতত্র ময়লা আর্বজনা ফেললে তা থেকে দুর্গন্ধ ছড়ায়, মশা মাছির মাধ্যমে রোগ জীবাণু ছড়িয়ে। পরিবেশ দুশিত হয়।শিক্ষা প্রতিষ্ঠানকে নিজ ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।




    আরও খবর 27

    Sponsered content