• দক্ষিণ চট্টগ্রাম

    রাতের আঁধারে বন বিভাগের অভিযানে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ উদ্ধার

      প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২২ , ৯:৫৩:৪০ প্রিন্ট সংস্করণ

    মোঃ আরিফুল ইসলাম ঃ চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া সিগারেট ফ্যাক্টরীর আবাসিক হোস্টেল সংলগ্ন রাস্তার দু-পাশে রাতের আঁধারে লুকিয়ে রাখা, বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল থেকে কেটে পাচারের করার সময় গামারি,কাঁঠাল, আম কাঠ জব্দ করেছে চুনতি বন বিভাগ।



    স্থানীয় বন বিভাগ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা সফিকুল ইসলামের নির্দেশে হারবাং বন বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে পাচারের জন্য মজদু করে রাখা গামারি,কাঁঠাল, আম কাঠ গুলো জব্দ করা হয়েছে।



    আটক কাঠের মধ্যে গামারি,কাঁঠাল, আম কাঠ ইত্যাদি প্রজাতির রয়েছে।



    চুনতি ভারপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা জলিলুর রহমান জানান, রাতে কাঠ গুলো উদ্ধার করে। গামারি,কাঁঠাল, আম কাঠবন বিভাগের হেফাজতে আনা হয়েছে।বন আইনে মামলা প্রক্রিয়াধীন।

    আরও খবর 28

    Sponsered content