• পার্বত্য চট্টগ্রাম

    শ্রমিকদের অধিকার রক্ষার প্রত্যয়ে রাঙামাটিতে মহান মে দিবস উদযাপন

      প্রতিনিধি ১ মে ২০২৪ , ১০:৪৬:৫৯ প্রিন্ট সংস্করণ

    রাঙামাটি প্রতিনিধি: পৃথিবীর সকল দেশের নিপীড়িত, বঞ্চিত শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করা,পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী শ্রেণীকে পরাজিত করে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে মহান মে দিবস নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে পার্বত্য রাঙামাটিতে উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে রাঙামাটি জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোভযাত্রা, আলোচনা সভার আয়োজন করেছে।




    বুধবার (১ মে) সকালে ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবসের আলোচনাসভা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্র কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান।

    অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, শ্রম কল্যাণ কেন্দ্রের ডা: ফারজানা আক্তারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




    অপরদিকে, বুধবার সকালে রাঙামাটি জেলা শ্রমিক লীগের উদ্যোগে রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালী নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রাঙামাটি শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাওয়াল উদ্দিন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম, জেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল মওলা, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তারসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা কর্মীরা।




    অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিক-মালিকের বৈষম্য কমাতে হবে। শ্রমিকদের পরিশ্রমে আমাদের সভ্যতা গড়ে উঠেছে। যাদের শ্রমে আমাদের আধুনিক সভ্যতা দিনদিন এগিয়ে যাচ্ছে তাদের কথা আমাদের ভাবতে হবে। এইজন্য শ্রমিকদের জন্য প্র্রশিক্ষণ, বীমা করা, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করাসহ নানা সুযোগ-সুবিধা বাড়াতে হবে।

    আরও খবর 29

    Sponsered content