• দক্ষিণ চট্টগ্রাম

    ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে টুঙ্গীপাড়ায় বাঁশখালীর এমপি

      প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৪ , ১০:৫৭:২৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জেয়ারত করেছেন বাঁশখালীর সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি।

    শুক্রবার (১৯ জানুয়ারি) পাঁচ শতাধিক নেতাকর্মীর বহর নিয়ে তিনি টুঙ্গীপাড়ায় যান।




    সেখানে বঙ্গবন্ধুর কবর জেয়ারত শেষে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন এমপিসহ নেতাকর্মীরা। নেতাকর্মীরা প্রথমবারের মতো এমপির সাথে টুঙ্গীপাড়ায় যেতে পেরে উচ্ছ্বাসিত হন।

    টুঙ্গীপাড়ায় কবর জেয়ারত শেষে মুজিবুর রহমান বলেন, বাঁশখালীর নেতাকর্মীরা আমাকে জয়ী করতে ভোটারদের দুয়ারে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁদের পরিশ্রমের ভিত্তি করেই আমি জয়ী হয়েছি। তাই আমি টুঙ্গীপাড়ায় যাওয়ার সময় নেতাকর্মীদের সাথে নিয়েছি। অনেকেই প্রথমবারের মতো বঙ্গবন্ধুর কবর জেয়ারত করেছেন। সবাইকে নিয়ে সেখানে যেতে পেরে আমিও খুশি।




    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবু সৈয়দ বলেন, এত সংখ্যক নেতাকর্মী নিয়ে বাঁশখালীর কোন নেতা কখনো টুঙ্গীপাড়া যাননি। মুজিবুর রহমান সাহেব সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন। নেতাকর্মীরা আওয়ামী লীগের আদর্শের ঠিকানা টুঙ্গীপাড়ায় যেতে পেরে মহাখুশি। ১০টি গাড়িতে করে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী টুঙ্গীপাড়ায় যান।

    0Shares

    আরও খবর 28

    Sponsered content