• বিনোদন

    আমির খানের মেয়ের রিসেপশনে তারার মেলা, ২৫০০ অতিথি

      প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৪ , ১১:৪১:৪৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: বলিউডের বছরের শুরুটাই হলো তারকাকন্যার বিয়ের আয়োজন দিয়ে। দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা আমির খানের একমাত্র মেয়ে ইরা খান ও নূপুর শিখর।

    গত ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে অভিনেতার মেয়ের বিয়ের আয়োজন। যা এখনো চলছে। ইরা খানের বিয়েতে ছিল সঙ্গীত, মেহেন্দি ও হোয়াটাই ওয়েডিংয়ের অনুষ্ঠান। সবশেষ শনিবার (১৩ জানুয়ারি) রিসেপশনের আয়োজন করা হয়েছে।




    যদিও এর আগেই ৮-১০ জানুয়ারি উদয়পুরের বিলাসবহুল হোটেলে সম্পন্ন হয়েছে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা। এর দুইদিন বাদেই মুকেশ আম্বানির কালচারাল সেন্টারে বসেছে ইরা-নূপুরের রিসেপশন পার্টি।

    যেখানে বসতে চলেছে তারার মেলা। এই পার্টিতে প্রায় ২৫০০ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন আমির খান। যে তালিকায় রয়েছেন সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, রাজকুমার হিরানি, অক্ষয় কুমার, আনুশকা শর্মার মতো তারকারা।




    শুধু তাই নয়, ভারতের রাজনীতিবিদদেরও মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন আমির। অভিনেতা নিজে গিয়েই সকলকে নিমন্ত্রণ করে এসেছেন। একমাত্র মেয়ের বিয়ে বলে কোনো কিছুরই কমতি রাখতে চাননি তিনি।

    জানা গেছে, ইরা-নূপুরের রিসেপশনে থাকছে হরেক রকমারি খাবার। বিদেশি খাবার নয়, বরং রয়েছে ভারতের ৯টি রাজ্যের নানা ধরনের আইটেম। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাবের খাবার তো রয়েছেই, এর পাশাপাশি সবচেয়ে বেশি আধিক্য পেয়েছে গুজারাতি খাবার।




    0Shares

    আরও খবর 20

    Sponsered content