• উত্তর চট্টগ্রাম

    সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে মহান ১০ পৌষ উপলক্ষে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক-কম্বল বিতরণ

      প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৩ , ৯:৩৯:২৮ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নুরী: মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র মহান ১০ পৌষ খোশরোজ শরীফ উপলক্ষে আলোচনা সভা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক ও কম্বল বিতরণ এবং হযরত গাউসুল আজম মাইজভান্ডারীর মহান ১০ মাঘ’র ওরশের প্রস্তুতি সভা ও বিশেষ সমবেত প্রার্থনা ২৫ ডিসেম্বর ২০২৩ সূর্যগিরি আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।




    সংগঠনের উপদেষ্টা তরুণ কুমার আচার্য কৃষ্ণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় কমিটির নির্দেশিত ফটিকছড়ি ক-জোনের সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ আলা উদ্দিন।

    স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি টিটু চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন সূর্যগিরি আশ্রমের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নারায়ণ কুমার আচার্য।




    সংগঠনের সাধারণ সম্পাদক ধীমান দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজন কুমার শীল, মোহাম্মদ জিপন, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ নেজাম। বক্তারা মাইজভান্ডারী আদর্শকে বুকে লালন করে জীবন কে গঠন ও সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর নির্দেশিত পথ ও মতে সবাইকে চলার অনুরোধ জানান।




    এতে আরো উপস্থিত ছিলেন কলিন্স দাশ, সমীর কান্তি দাশ, রুবেল শীল, প্রিন্স দাশ, শ্রিপ্রা বসু মল্লিক, মোহাম্মদ শহিদুল ইসলাম মাইজভান্ডারী, অনুপম তালুকদার, সুপ্লব দত্ত, কৃষ্ণ বৈদ্য, নিলু দাশ, উত্তম দাশ, টিংকু বসু মল্লিক, অভি বসু মল্লিক, রূপনা আচার্য, মৌসুমী চৌধুরী, সোমা গুহ, ঝন্টু শীল, রণ শীল, তপন দাশ, দীপ আচার্য, আদ্রিতা চৌধুরী, মানিক বড়ুয়া, আবু বড়ুয়া, সোমা চৌধুরী, ভানু ঘোষ, তপন রায়, রুবি চৌধুরী, জুই রায়, প্রবোদ পাল, ঝুমুর সর্দ্দার, সুমন সর্দ্দার, তপন সর্দ্দার, সুইটি আচার্য, অগ্নি নীলা শর্মা দিয়া, দীপ গুহ, ঋষিতা চৌধুরী, ঋধিকা সিংহ, সজিব শীল, সজিব আচার্য, অর্চ্চনা রাণী আচার্য, রতন আচার্য প্রমূখ। এতে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ১ লক্ষ টাকার নগদ অর্থের চেক প্রদান, ও ৫০জন শীতার্ত মানুষের কম্বল বিতরণ এবং সমবেত প্রার্থনা শেষে মনোজ্ঞ মরমী সংগীত পরিবেশন করেন হাফেজ মাওলানা নাজমুল সাকিব ও তার দল।

    আরও খবর 27

    Sponsered content