• উত্তর চট্টগ্রাম

    সালিশ বৈঠকে মারধর: হাসপাতালে যুবকের মৃত্যু

      প্রতিনিধি ৩ নভেম্বর ২০২২ , ১১:৪৮:০৭ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: ফটিকছড়ি উপজেলায় সালিশ বৈঠকের সময় মারধরের শিকার আবু বক্কর সিদ্দিকী বাবলু (২১) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।



    আবু বক্কর সিদ্দিকী বাবলু একই উপজেলার ধর্মপুর গ্রামের নুরুল আলমের ছেলে।

    ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, বাবলুর বাবা নুরুল আলমের সঙ্গে প্রতিবেশী মাহবুব আলমের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। জায়গা-জমির বিরোধ নিয়ে দুই পরিবারের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া হতো। গত মঙ্গলবার রাতে স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় বিরোধ মীমাংসার বৈঠক চলছিল। বৈঠকের একপর্যায়ে মাহবুবের ছেলে আরাফাত ক্ষুব্ধ হয়ে বাবুলকে মারধর করেন।



    মারধরের পর রাতেই বাবুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শ্বাসকষ্ট শুরু হলে ওইদিন রাতে বাবুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বাবলুর বাবা মামলা করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।



    আরও খবর 27

    Sponsered content