• মহানগর

    এসএসসি: প্রথম দিনে চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১২৭৩ পরীক্ষার্থী

      প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৫ , ৯:১৭:৫৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে ১ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ২১৯টি কেন্দ্রে একযোগে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৪ হাজার ৪৪৪ জন।

    এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২৩ হাজার ২৭১ জন, অনুপস্থিত ছিল ১ হাজার ১৭৩ জন। জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী, চট্টগ্রামে ৭৮৭ জন, কক্সবাজারে ১৯০ জন, রাঙামাটিতে ৬১ জন, খাগড়াছড়িতে ৮৫ জন এবং বান্দরবানে ৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

    পরীক্ষা নিয়ন্ত্রক জানান, চট্টগ্রাম বোর্ডের অধীনে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সার্বিকভাবে সন্তুষ্ট। কেন্দ্রগুলোতে মনিটরিং ও ব্যবস্থাপনায় কড়াকড়ি থাকায় অনিয়মের সুযোগ ছিল না। পরীক্ষায় কোথাও কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি। বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ১ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content