প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৫ , ১১:০৪:২৬ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী ডেস্ক: হাতঘড়ির চেইন আকারে মোবাইলের অ্যাডাপ্টার ও এয়ারপডের ভেতর লুকিয়ে ৯১০ গ্রাম ওজনের ১ কোটি ৭ লাখ টাকার স্বর্ণ পাচারের চেষ্টা রুখে দিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে (G9-526) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা মোহাম্মদ মোকসুদ আহমেদের ব্যাগেজে এসব স্বর্ণ পাওয়া যায়।তিনি সাতকানিয়ার আবদুল খালেকের ছেলে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ওই যাত্রী তার সাথে আনা স্বর্ণবারের বিষয় কাস্টমসে ডিক্লেয়ার না করে তার ব্যাগেজসহ গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আচরণ সন্দেহজনক হওয়ায় কাস্টমস প্রতিনিধি, বিমানবন্দর এভসেক, বিমানবাহিনী টাস্কফোর্স ও এনএসআই প্রতিনিধি ব্যাগেজ তল্লাশি করে।
এ সময় তার কাছে লুকানো স্বর্ণ পাওয়া যায়। গোল্ডবারগুলো কালার করে আনায় নিশ্চিত করতে এক্সপার্ট এনে সব প্রক্রিয়া সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
চ্যানেলের ভেতর যেহেতু যাত্রী কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়া চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণবার বহন করেছেন তাই স্বর্ণবারগুলো ডিএম মূলে আটক করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।