• মহানগর

    ‘আপনি তো ভুয়া পুলিশ’ বলেই হামলা, দুইজন গ্রেপ্তার

      প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ১১:৪৭:০৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া ঘাট এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মাদক সেবনে বাধা দেওয়ায় বখাটে একদল যুবক এসআই ইউসুফ আলীকে মারধর করে।

    পুলিশ জানায়, স্থানীয় কিছু যুবক পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় গাঁজা সেবন করছিল। পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী টহলরত অবস্থায় গাঁজা সেবন করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করেন।

    তারা দোষ স্বীকার করে ক্ষমা চায়। সতর্ক করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু পরে তারাই এসে এসআই ইউসুফ আলীকে হেনস্থা করে। এসআই ইউসুফ তাঁর সঙ্গে থাকা টহল গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় যুবকেরা এসে তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি তো ভুয়া পুলিশ। আপনার আইডি কার্ড কই?’ এরপর এসআই ইউসুফকে এলোপাতাড়ি মারধর করা হয়। ওয়াকিটকি সেট, মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। পরে পতেঙ্গা থানা পুলিশ এসআই ইউসুফ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
    এ ঘটনার একটি ভিডিও ফুটেজে এসআই ইউসুফ আলীর শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। খুলে ফেলা হয় ইউনিফর্ম। এসময় এসআই ইউসুফ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মোবাইল, মানিব্যাগ, ওয়্যারলেস সব নিয়ে গেছে ওরা’। ওই ভিডিওতে মোবাইলটি তার পকেটে ঢুকিয়ে দিতে দেখা যায়।

    পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, মুঠোফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটরসাইকেল পাওয়া গেছে।

    এসআই ইউসুফ আলী ৩৬তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। এর আগে তিনি নৌ-পুলিশে কর্মরত ছিলেন। ২০ ফেব্রুয়ারি তাকে পতেঙ্গা থানায় বদলি করা হয়।

    সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম জানান, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। অন্য দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content