প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:০৩:৫৯ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী : সীতাকুণ্ডের চন্দ্রনাথধামে তীর্থ করতে এসে হিট স্ট্রোকে দুই পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শিবচতুর্দশীতে তীর্থ করতে এসে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবর রহমান।
তিনি বলেন, তীব্রগরমে হিটস্ট্রোক হয়ে দুই পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
মৃত্যু দুই জনের মধ্যে একজন পুরুষ ও অন্যজন নারী বলেও নিশ্চিত করেছেন তিনি।