প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:০৫:৫৮ প্রিন্ট সংস্করণ
লামা প্রতিনিধি: বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের স্বনামধন্য বিদ্যাপীঠ চাম্বি উচ্চ বিদ্যালয়ের নবাগত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বিকাল ৩ ঘটিকায় বিদ্যালয়ের সভাকক্ষে উক্ত অভিষেক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সভাপতি, চাম্বি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য, এডভোকেট আলমগীর চৌধুরী(পিপি), অভিভাবক প্রতিনিধি ও আজিজনগর জামায়াতে ইসলামীর আমীর মোঃ ফরিদুল আলম, শিক্ষক প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের সমন্বয় ইমরান খাঁন, প্রাক্তন ছাত্র রশিদ আহমদ চৌধুরী, সাবেক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোখলেছুর রহমান বিপ্লব, সম্মানিত শিক্ষক/শিক্ষিকাগণ, অভিভাবক, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি প্রথমে মহান ২১ ফেব্রুয়ারি মাসের শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বিদ্যালয়ের প্রয়াত শ্রদ্ধেয় শিক্ষকগণকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিগত সরকারের আমলে বিদ্যালয়ের দায়িত্বরত কমিটির সকল দূর্ণীতির তথ্য বের করার জন্য কমিটি গঠন করে তা দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। বিদ্যালয় ও কলেজকে এমপিভুক্ত করার জন্য তিনি জোর তদবির করবেন বলে আশ্বাস দেন।
শিক্ষক প্রতিনিধি মুজিবুর রহমান বলেন, আমরা ধৈর্য্যের সাথে কাজ করে যাচ্ছি, এহেন কান্তিলগ্নে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
অভিভাবক প্রতিনিধি ফরিদুল আলম বলেন, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ তেমনি আমরা প্রাক্তন ছাত্র পরিষদের ২জন স্থান পেয়েছি কমিটিতে। আমরা বিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা কামনা করি। তিনি আরও বলেন, শুধু কলেজ নয় একটি মডেল কলেজ হিসেবে গড়ে তুলব। কলেজকে কি ভাবে সরকারি করণ করা যায় আমদের সর্বাত্ত্বক চেষ্টা থাকবে। শেষে নবাগত সভাপতি সহ অতিথিরা বিদ্যালয় ও কলেজের বিভিন্ন সেক্টর ঘুরে দেখেন।