প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৫৫:২৬ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যন্ড) আব্দুল আল আমিন শাহীনের বিরুদ্ধে প্রকাশিত “জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগার জমা না দিয়ে এসিল্যান্ডের পকেটে” শীর্ষক সংবাদ মিথ্যা বনোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
ভ্রাম্যমাণ আদালতের জারিমানাকৃত ১ লক্ষ ৭৫ হাজার টাকা সম্পুর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জনতা ব্যাংক ফটিকছড়ি শাখার মাধ্যমে জমা প্রদান করা হয়।আসামীকে জারিমানার রশিদ প্রদান করা হয়।জনতা ব্যাংকের রশীদ ও উপজেলার ভূমি রশীদ তারিখ এবং রশীদের নং সহ উল্লেখ রয়েছে।
সহকারী কমিশনার ভূমি (এসিল্যন্ড) আব্দুল্লাহ আল আমিন শাহীন বলেন, মাটি ও বালু কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে বলে কিছু কুচক্রি মহল যোগসাজে এই ধরণের মিথ্যা ও মনগড়া সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও পত্রিকায় প্রকাশ করে। আমি সাবেক সহকারী কমিশনার ভূমি (এসিল্যন্ড) আব্দুল্লাহ আল আমিন শাহীন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সহকারী কমিশনার সাথে মধ্যস্থতার করতে পিয়নকে যে টাকা দিয়েছি বলে সংবাদ প্রকাশিত হয়েছে তার সত্যতা ও পাওয়া যাইনি, এটা ও পুরোপুরি ভূয়া। আমি আশাকরি গণমাধ্যমকর্মিরা যথাযথ তথ্য যাচাই বাচাই করে বস্তু নিষ্ঠ সাংবাদ প্রচার করার আহবান জানাচ্ছি।