প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:১৮:২৬ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: টিভি জার্নালিস্টস্ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম- টিজেএসির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কার্যকরী পরিষদ নির্বাচনের জন্য সিনিয়র সাংবাদিক মহসিন চৌধুরীকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন ও সংগঠনের যুগ্ম সম্পাদক মাসুদুল হককে প্রধান করে নতুন সদস্যপদ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় সভায় সাংবাদিকদের নামে মামলা ও হয়রানির বিষয়ে উদ্বেগ জানানো হয়।
সংগঠনের সভাপতি নাছির উদ্দীন তোতার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক মাসুদুল হক, প্রচার সম্পাদক অনুপম শীল, কার্য্যনির্বাহী সদস্য মোহাম্মদ তৌহিদুল আলম, শফিক আহমেদ সাজিব, আলী আকবর প্রমুখ।