• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে মাঘীপূর্ণিমা উৎসব উদযাপন

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:২৩:৫৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ড পূর্ব সুয়াবিল শ্রীশ্রীমৎ স্বামী গুরুদাস পরমহংস দেব (ফকির) বাবাজীর পরম পূণ্যময় ২১০ তম আবির্ভাব ও ১২৮ তম তিরোভাব উপলক্ষে ২৯ও৩০ মাঘ ১২,১৩ ফেব্রুয়ারী ২দিন ব্যাপি নানান কর্মসূচির মধ্য দিয়ে মাঘীপূর্ণিমা উৎসব শ্রীশ্রী সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে অনুষ্ঠিত হয়।

    অহোরাত্রি শ্রীশ্রী নামসুধা বিতরণ করেন শ্রীশ্রী মদনমোহন সম্প্রদায়-পটিয়া,শ্রীশ্রী নিতাই গৌর সম্প্রদায় -চট্টগ্রাম, শ্রীশ্রী প্রভু দয়াল কৃষ্ণ সম্প্রদায়- খুলনা, শ্রীশ্রী ভাগবান সম্প্রদায়-চট্টগ্রাম।

    ১ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার ঊষালগ্ন :শ্রীশ্রী মনানামযজ্ঞের পূর্ণাহুতি ও বঞ্চব বিদায়।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content