• মহানগর

    স্বাধীন ভাবে কাজের সুযোগ পাচ্ছে সংবাদ মাধ্যম: ডেপুটি প্রেস সচিব

      প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:১৮:১১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ পাচ্ছে সংবাদ মাধ্যম । সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে দায়িত্বশীল সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ।

    দেশের প্রধানতম বন্দর ও বাণিজ্য নগরী হিসাবে চট্টগ্রামের গুরুত্ব রয়েছে। এ ক্ষেত্রে চট্টগ্রামের সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

    শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মুহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এসব কথা বলেন।

    তিনি বলেন, সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে চট্টগ্রাম বন্দরের সুবিধা গ্রহণের আহ্বানের পাশাপাশি চট্টগ্রামে বিনিয়োগে আহ্বান জানান। চট্টগ্রামে বিনিয়োগ হলে লাভবান হবে পুরো দেশ। কারন চট্টগ্রাম হচ্ছে দেশের সামগ্রিক অর্থনীতির লাইফ লাইন।

    মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব ব্যাবস্থাপনা কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি। কমিটির সদস্য মুস্তফা নঈমের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সাংবাদিক আলমগীর অপু, মোহাম্মদ শহিদুল ইসলাম, মজুমদার নাজিম উদ্দিন, নুর উদ্দিন আলমগীর, হাসান মুকুল, ওয়াহিদ জামান প্রমুখ।

    সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, এই সরকার বৈষম্যবিরোধী সরকার। সারাদেশে যেন সুষম উন্নয়ন হয় সরকার সে জন্য আন্তরিক।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তিনি দেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।

    জাহিদুল করিম কচি এমএ আজিজ স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেওয়া বরাদ্দ বাতিল করে চট্টগ্রামের ক্রীড়া সংস্থার অধীনে ফিরিয়ে দেওয়ার জন্য ডেপুটি প্রেস সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানান।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content