প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৫ , ১১:৪৮:৫২ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর ইউনিয়নের কাজি রাস্তা, নাছির মোহাম্মদ রাস্তা ও পাচঁপুকুরিয়া সংযোগ সড়ক পরিদর্শন করছেন বিশ্ব ব্যাংকের এল জি ডির প্রকৌশলী মুহাম্মদ আবদুল সালাম শিকদার।
এই সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী প্রকৌশলী আবদুল সালাম, সুন্দরপুর ইউনিয়নের ৯ওয়ার্ডের মেম্বার মুহাম্মদ হাবিবউল্লাহ কামাল ও সাংবাদিক সৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী উপজেলা এল জি,ডির অন্যান্য কর্মকর্তা।
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক থেকে এক কিলোমিটার পর্যন্ত। শেষে পাচঁপুকুরিয়া হালদা নদীর উপর নতুন সেতু নির্মাণের কাজ ও পরিদর্শন করেন।
পরিদর্শনের শেষে ফিরে যাওয়ার সময় সাংবাদিক নুরুল আবছার নূরীর এক প্রশ্নের জবাবে বিশ্ব ব্যাংকের প্রকৌশলী সালাম শিকদার বলেন,পরিদর্শনের রিপোর্ট ভিত্তি করে দ্রুত সময়ের সড়কের কাজ শুরু করার জন্য সুপারিশ করা হবে।