• উত্তর চট্টগ্রাম

    হযরত শাহছুফি ছৈয়দ বদরুল মামুন মাইজভান্ডারী দাফন সম্পন্ন

      প্রতিনিধি ৩১ মে ২০২৩ , ৭:৩৯:১০ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের আজিম নগর রহমানিয়া উ্চ বিদ্যালয় মাঠে বাদে আছর হযরত গাউছুল আজম বাবা ভান্ডারী কেবলার প্রপৌত্র ও গাউছে জামান হযরত মাওলানা ছৈয়দ সামশুল ইসলাম আল হাচানী মাইজভান্ডারি (ক.) বাবাজান কেবলার সেজ শাহাজাদা রওনকে ভান্ডার পীরে ত্বরিকত আলহাজ্ব হযরত শাহছুফি ছৈয়দ বদরুল মামুন মাইজভান্ডারী ( ক. ছি.আ.) জানাজ অনুষ্ঠিত হয়েছে।

    জানাজায় ঈামামতি করেন হযরত শাহ্ ছুফি সৈয়দ সাইফু উদ্দিন হাসানী হোসাইনী মাইজভান্ডরী।




    এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ,এম, আবু তৈয়ব,রোসাংগীরি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শোয়াইব আল ছালেহী,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের শীল্প ও বাণিজ্যিক সম্পাদক আলহাজ্ব ফখরু আনোয়ার ফটিকছড়ি উপজেলা বি,এন,পির আহবায়ক মোঃ সরোয়ার আলমগির, সাবেক বি,এন,পি সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ ওমর ফারুক,বাংলদেশ তরিকত ফেডারশনের (বি,টি, এফ)এর সহ সভাপতি সৈয়দ তবিবুল বশর মাইজভান্ডারী,মাওলানা নুরুল ইসলাম ফোরানী,মরহুমের বড় ভাই গোলাম মর্তুজ, মরহুমে এক মাত্র সন্তান সৈয়দ আহমদর রহমান শিহাব , মাওলানা শফি উল আলম শফী নগরী দরবার শরীফে বিভিন্ন আওলাদগণসহ মরহুমের ভক্ত অনুরক্ত,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক বক্তিবর্গ উপস্হিত ছিলেন। জানাজার শেষে আজিমনগর ভান্ডার শরীফে গাউছিয়া সামস্ মন্জিলে শায়ীত করা হয়।




    উল্লেখ্য, তিনি গত ২৪ মে লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত ৯টার দিকে তিনি মারা যান। গত কাল (২৯মে) সোমবার বিকেল ৩ টার সময় চট্টগ্রাম বিমান বন্দর থেকে হেলিক্পটার যোগে ফটিকছড়িতে নিয়ে আসা হয়। মাইজভান্ডার আজিমনগর ভান্ডার শরীফ গাউছিয়া সামস্ মন্জিলে শায়িত হন।




    আরও খবর 27

    Sponsered content