• মহানগর

    ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: মেয়র শাহাদাত

      প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৫ , ১০:৪৮:২০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। সরকারি ও বেসরকারি সেবা সংস্থার সমন্বিত উদ্যোগই পারে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে।

    মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে টাইগারপাসের চসিক কার্যালয়ে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে নগরে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন ও স্বাস্থ্যসেবার সমন্বিত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে এমএসএফ প্রধান পরিচালক অ্যান্টোনিনো কারাডোনা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস্টিনা মাচ, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজওয়ানুর রহমান মাসুম, ওয়াটসন ও স্যানিটেশন উপদেষ্টা ফ্রান্সোয়া কুইক, রেফারেল টিম সুপারভাইজর এসএম সিফাত।

    বৈঠকে মেয়র চসিকের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন। তিনি বলেন, নগরের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত মশকনিধন কর্মসূচি পরিচালিত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে, যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করা হচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর প্রস্তুতি জোরদার করা হয়েছে, যাতে রোগীরা দ্রুত চিকিৎসা পান। ডেঙ্গু হটস্পট শনাক্তকরণে জরিপ ও মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে। মেমন হাসপাতালে চালু করা হয়েছে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ সেল। চসিক ইতোমধ্যে নিয়মিত মশকনিধন কার্যক্রম পরিচালনা করছে, যেখানে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে ফগিং ও লার্ভিসাইড ছিটানো হচ্ছে।

    এমএসএফ প্রতিনিধিরা চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে তাদের আগ্রহ প্রকাশ করেন এবং বিশেষজ্ঞ প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা ও সরঞ্জাম সরবরাহের মাধ্যমে চসিককে সহযোগিতার আশ্বাস দেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content