• শিক্ষাঙ্গন

    চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭০ ভাগই ফেল

      প্রতিনিধি ২৩ মে ২০২৩ , ১০:৩৮:৩০ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে ৭০ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

    মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়।




    ‘বি’ ইউনিটে ৪২ হাজার ১৯০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২ হাজার ৩৫২ জন।

    পাসের হার ২৯ দশমিক ২৮ শতাংশ। ফেল করেছে ২৯ হাজার ৮৩৮ জন। ফেলের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।




    এর আগে গত বৃহস্পতিবার (১৮ মে) ও শুক্রবার (১৯ মে) তিন শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ১৯০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।




    আরও খবর 31

    Sponsered content