• উত্তর চট্টগ্রাম

    আহমদ উল্লাহ (ক:) এর ১১৯ তম ওরশ শরিফ অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৫ , ১১:০১:৫৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা আধ্যত্নিক জগতের শরফতের ভান্ডার গাউছুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ (ক:) ১১৯ তম ওরশ শরিফ উপলক্ষে ৩দিন ব্যাপি ওরশ শরিফ নানান কর্মসূচি মধ্যে দিয়ে শেষ হয়।

    বাংলাদেশরে প্রত্যন্ত অঞ্চল ছাড়া ও ভারত,বার্মা,পাকিস্তান, নেপাল, ভুটান, মালশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, আরব আমিরাত,কুয়েত, ইরাক,ইরান, ওমান,দুবাইসহ বিভিন্ন দেশ থেকে লাখ লাখ আশেক, ভক্তদের মিলন মেলা ঘটে প্রতি বছর ১০মাঘ ২৪ জানুয়ারী এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

    বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী ও সার্বক্ষণিক তদারকি করেছিলেন। রাত ১২টার সময় আনজুমানে মুত্তাবিয়ানে গাউছিয়া আহমদীয়া (শাহ এমদাদীয়া) মিলাদ কিয়াম শেষে দেশ জাতি, বিশ্বের সকল মানুষ ও নির্যাতিত নিরহী ফিলিস্তিনের মানুষেরদের জন্য জন্য দোয়া করে মুনাজাত করেন আওলাদে দবারে সাজ্জাদনশী গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি মাঃজিঃআঃ।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content