• উত্তর চট্টগ্রাম

    নাজিরহাটে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৩ , ১০:৩০:৪৭ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার নাজিরহাট রিজেন্সী ক্লাব কর্তৃক আয়োজিত বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ প্রতি ম্যাচ-২০২৩ ঐতিহ্যবাহী নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন নাজিরহাট পৌরসভার আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ আজম।




    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ.কে.জাহেদ চৌধুরী।

    প্রধান আলোচক ছিলেন নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী,বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মোহাম্মদ ইসমাঈল, বিশেষ অতিথি ১নং ওয়ার্ডের কাউন্সিলর মাওলানা সৈয়দ মুহাম্মদ জয়নাল আবেদিন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমান উল্লাহ,৩নং ওয়ার্ডের কাউন্সিল র মোহাম্মদ ওছমান গণী,৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মোস্তফা কামাল ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মাওলানা মোহাম্মদ ইয়াকুব,৭নং ওয়ার্ডের কাউন্সিলর মাওলানা মোহাম্মদ মনজু মিয়া,৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সোলাইমান, পৌরসভা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এস,এম,হারেছ মিয়া, পৌরসভার একাউন্টে মোহাম্মদ আরিফ, মোহাম্মদ মাসুদ পারভেজ, মোহাম্মদ আলী আজম,মোহাম্মদ মহি উদ্দিন, মোহাম্মদ আজম প্রমুখ।




    প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে হা-ডু-ডু, লুকোচুরি, কাবাডি, বউছি, গোল্লাছুট ইত্যাদি চালু রাখতে হবে, অন্যথায় এসব খেলা হারিয়ে যাবে। খেলাধুলায় মানুষের মনমানসিকতা ভাল রাখে এবং যুবসমাজকে মাদকাসক্তি থেকে দুরে রাখতে পারে।




    আরও খবর 27

    Sponsered content