প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৫ , ১০:২৯:৪৪ প্রিন্ট সংস্করণ
আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রাম উপজেলার আনোয়ারায় ঐতিহ্যবাহী ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হযরত শাহ্ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ) পৌষ বিষু ও বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে রজায়ী বিশ্ব নূর মঞ্জিলে খতমে বুখারী ও পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ) সম্পাদনায় বিভিন্ন কিতাবাদী বইয়ের মোড়ক উন্মোচন আগামী ১৩ জানুয়ারী অনুষ্ঠিত হবে।
কিতাবাদী বইয়ের মধ্যে রয়েছে-তাফসীরে রজায়ী,দরুদে মোস্তাফা,জীবন গড়ার সহজ পথ রজায়ী ত্বরিকত,শাজরা শরীফ,Easy Way To Built Life Rozaee Toriqat,ফিৎনায়ে দাজ্জালে আকবর।
এতে দেশ বরণ্য বহু ওলামাকেরাম,বিঞ্জ আলেম, কবি-লেখক ও গবেষক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
উক্ত মহতী অনুষ্ঠানে দরবারের সকল আশেক ভক্ত মুরিদানদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শাহজাদা ইমাম উদ্দীন রজায়ী।