• দক্ষিণ চট্টগ্রাম

    আনোয়ারায় ওষখাইন রজায়ী দরবার শরীফে খতমে বুখারী ও বইয়ের মোড়ক উন্মোচন ১৩ জানুয়ারী

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৫ , ১০:২৯:৪৪ প্রিন্ট সংস্করণ

    আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রাম উপজেলার আনোয়ারায় ঐতিহ্যবাহী ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হযরত শাহ্ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ) পৌষ বিষু ও বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে রজায়ী বিশ্ব নূর মঞ্জিলে খতমে বুখারী ও পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ) সম্পাদনায় বিভিন্ন কিতাবাদী বইয়ের মোড়ক উন্মোচন আগামী ১৩ জানুয়ারী অনুষ্ঠিত হবে।

    কিতাবাদী বইয়ের মধ্যে রয়েছে-তাফসীরে রজায়ী,দরুদে মোস্তাফা,জীবন গড়ার সহজ পথ রজায়ী ত্বরিকত,শাজরা শরীফ,Easy Way To Built Life Rozaee Toriqat,ফিৎনায়ে দাজ্জালে আকবর।

    এতে দেশ বরণ্য বহু ওলামাকেরাম,বিঞ্জ আলেম, কবি-লেখক ও গবেষক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
    উক্ত মহতী অনুষ্ঠানে দরবারের সকল আশেক ভক্ত মুরিদানদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শাহজাদা ইমাম উদ্দীন রজায়ী।

    আরও খবর 28

    Sponsered content