• কক্সবাজার

    কুতুবদিয়ায় অস্বাস্থ্যকর ভাতের হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৫ , ১১:২৩:৫২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া: দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মেডিকেল গেইট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ভাতের হোটেল পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি হোটেলকে সতর্কতার পাশাপাশি আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে কুতুবদিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন ও পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন জানান, হোটেলগুলো অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করছিল। স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে প্রথমবার সতর্কতা হিসেবে তাদের আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সঠিক নিয়ম মেনে হোটেল পরিচালনা করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

    স্থানীয়দের মতে, এমন উদ্যোগ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে স্বাগত জানিয়ে আরও কঠোর নজরদারির দাবি করেছেন।

    এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

    0Shares

    আরও খবর 30

    Sponsered content