প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৫ , ১১:০১:০৩ প্রিন্ট সংস্করণ
রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুরস্থ গশ্চি শাহী দরবার শরীফের হযরত শাহসূফি ছৈয়দ মতিউর রহমান শাহ ওরফে মতি ফকির আল কাদেরী আল চিশতি আল আশরাফী (রহ:) -এর পুত্র হযরত শাহসূফি মাওলানা সৈয়দ মোহাম্মদ আবদুল জব্বার আল মতিয়া (রহ.)-এর ৬ষ্ঠ তম পবিত্র ওরশ শরীফ ও গাউছে পাকের চন্দ্র মাসিক ফাতেহা শরীফ আগামী ১২ জানুয়ারি (রবিবার) নানান কর্মসূচি পালনের মাধ্যমে দরবার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এতে কর্মসূচির মাঝে আছে বাদে মাগরিব খতমে গেয়ারভী শরীফ, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত তবরুক বিতরণ ও রাতব্যাপী ছেমা মাহফিল। উক্ত ওরশ শরীফে সকল ভক্ত, আশেকান ও সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য হযরত মতিউর রহমান শাহ’র পুত্র হযরত মাওলানা ছৈয়দ আবদুল জব্বার আল মতিয়া (রহ.) বড় শাহজাদা ছৈয়দ মোহাম্মদ ইউসূফ আল মতিয়া ( ম.জি.আ) আন্তরিক অনুরোধ জানিয়েছেন।