• জাতীয়

    খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় গেলেন সেনাপ্রধান

      প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৫ , ১১:৪২:৩০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার গুলশানের বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন সেনাপ্রধান। তিনি দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। তিনি প্রায় ৪০ মিনিটের মতো সেখানে অবস্থান করেছিলেন। সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণী ছিলেন।

    শায়রুল কবির বলেন, সে সময় মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাদের স্বাগতম জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content