• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

      প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ , ১০:৪৬:৫১ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশই আমাদের লক্ষ্য এই প্রতিপাদ্যকে নিয়ে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা দীর্ঘ ২৬ বছর ধরে বেসরকারি বৃত্তি পরীক্ষা চলে আসছে। এরই ধারাবাহিকতা আজ ২৫ ডিসেম্বর বুধবার ফটিকছড়ি দক্ষিণ জোনের উদ্দ্যেগে নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও আবু সোবহান উচ্চ বিদ্যালয়ে সাড় বার’শ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন।

    সারাদেশের ন্যায় ফটিকছড়িতে ও শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফটিকছড়িতে ২২তম ও সারা দেশে ২৬ তম ৯১টি কেন্দ্রে মোট ৪২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। বাংলাদেশে প্রথম বৃহত্তর বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    ফটিকছড়ি দক্ষিণ জোনের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, সচিব মোহাম্মদ ইমরান হোসেন, আবু সোবহান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত মোহাম্মদ আলমগীর মাসুদ, সচিব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মাস্টার মোঃ জুলফিকার, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মোঃ কামাল উদ্দিন, মওলানা এস,এম মমতাজ উদ্দিন হোসাইনী, আনজুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশের সদস্য মোহাম্মদ সোহেল রানা, নাজিরহাট মিয়া এডুকেয়ারের পরিচালক সাহারা বেগম,মাওলানা এস,এম,এরশাদ বোকারী,জোনের উপদেষ্টা সংগঠক হাফেজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ গোলাম রব্বানী, মাস্টার মোঃ শহিদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফোরকান কবির, সুপার মাওলানা মোহাম্মদ মোরশেদ রেজা কাদেরী,মাওলানা মোহাম্মদ মাঈন উদ্দিন নূরানী, মাওলানা মোহাম্মদ তসলিম উদ্দিন কাদেরী,মাস্টার শক্তি বড়ূয়া, জোনের সদস্য মোহাম্মদ কুতুবউদ্দিন, প্রবাসী ওমর ফারুক মাসুম প্রমুখ।

    আরও খবর 27

    Sponsered content