• উত্তর চট্টগ্রাম

    বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচন ইলিয়াস সভাপতি, বেলাল সম্পাদক নির্বাচিত

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৪ , ১১:৪৭:৪৮ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি পৌরসভার সদর বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির ১৩ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
    মোট ভোটার ছিলেন ১৪শত৪০ ভোট। কালেকশন হয়েছে ১১৯৯টি। শতকরা ৮৮.২৬ %।

    সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সায়েদ মোহাম্মদ ইলিয়াস হরিণ প্রতিকে পেয়েছেন ৪৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি হাতি প্রতিকে মোহাম্মদ ফখরুল আলম পেয়েছেন ৩৪৮।সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ২ জন। প্রথম সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল আলম কম্পিউটার প্রতিকে পেয়েছেন ৫৫৮।তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোহাম্মদ আতিকুজ্জামান চৌধুরী দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ৩০৮।দ্বিতীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শামসুল আলম মেম্বার বৈদ্যুতিক পাখা পেয়েছেন ৩৭২ তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মর্তুজা হাসান আম প্রতিক পেয়েছেন ২৫৫। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বেলাল উদ্দিন তাঁর প্রতিক বায়-সাইকেল পেয়েছেন ৪৮৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোহাম্মদ শাহাদাৎ হোসেন দোয়াত কলম প্রতিক পেয়েছেন ৩৪৫।যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম শিকদার আনারস প্রতিকে পেয়েছেন ৬০১।তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোহাম্মদ এমদাদুল ইসলাম চশমা প্রতিকে ৫০৪ পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী টেবিল প্রতিকে পেয়েছেন ৬০১। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোহাম্মদ দিদারুল আলম রিক্সা প্রতিকে পেয়েছেন ৫১৩। কোষাধ্যক্ষ পদে মোরগ প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন তাঁর ভোট সংখ্যা ৭২৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোহাম্মদ রায়হান কলসি প্রতিক পেয়েছেন ৪৩২।

    শিক্ষা ও সাংস্কৃতিক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসানুল করিম উড়োজাহাজ প্রতিকে পেয়েছেন ৬৭১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোহাম্মদ হেলাল উদ্দিন ক্রিকেটবেড পেয়েছেন ২৪৯।প্রচারও প্রকাশনা সম্পাদক পদে মোবারক হোসেন রেডিও প্রতিক নিয়ে ৫৮৪ ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোহাম্মদ সোহেল রানা মাইক প্রতিকে ৫৫৭ পেয়েছেন। সমাজ কল্যাণ পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ একরাম হোসেন রাজহাঁস প্রতিকে পেয়েছেন ৪৮২। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোহাম্মদ নাজিম উদ্দীন গরু গাড়ি প্রতিকে পেয়েছেন ৪৪৬। দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আমজাদ হোসেন কাপপ্রিজ প্রতিকে ৫৭৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোহাম্মদ আশরাফুজ জামান তালাচাবি প্রতিকে ৫৫৭ ভোট পেয়েছেন।

    কার্যনির্বাহী সদস্য পদে মাছ প্রতিকে মোহাম্মদ জামশেদুল ইসলাম পেয়েছেন ৭৪৩, মোহাম্মদ শহিদুল রহমান ময়ূর প্রতিকে পেয়েছেন ৫০৫, মোহাম্মদ আবদুল আজিজ বাঘ প্রতিকে পেয়েছেন ৪৫৫।তাদের নিকটতম প্রতিদ্বন্দি মোহাম্মদ আলী প্রজাপ্রতি প্রতিকে পেয়েছেন ৩৮৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দি নাথাকায় নির্বাচন কমিশন মোহাম্মদ আবদুল শহিদ তাঁকে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করেছেন।

    আরও খবর 27

    Sponsered content