• বিনোদন

    জমকালো আয়োজনে শেষ হলো চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট

      প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৪ , ১১:২৫:৪৭ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: জমকালো আয়োজনে শেষ হলো চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট। শনিবার (২১ ডিসেম্বর) চান্দগাঁও আবাসিকের ফরচুন স্পোর্টস এরিনাতে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট এর ফাইনাল।

    ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শায়নিজ ভাইকিংস। প্রথমে ব্যাট করে এমপাব টিভি কিংস ৯৫ রানের টার্গেট দেয়।দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ের মাধ্যমে ১৮ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় এমপাব টিভি কিংস। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন অভিনেতা ইরফান সাজ্জাদ।

    ফাইনাল খেলা শেষে তানভীর হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য সচিব ও দৈনিক আমার দেশ এর রিজিওনাল এডিটর জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, একাত্তর টেলিভিশনের চট্টগ্রাম রিজিওনাল হেড সাইফুল ইসলাম শিল্পী, গাজী টিভির সাবেক ডেপুটি ইনচার্জ এম নাজমুল ইসলাম, মুন্না’স একাডেমির কর্ণধার ইঞ্জিনিয়ার মুন্না মহিব, স্পন্সর ফুডির সিইও শাহনেওয়াজ।

    আশিক আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাছরাঙ্গা টিভির সাবেক ব্যুরো প্রধান তাজুল ইসলাম, জিয়া পরিষদের চট্টগ্রাম মহানগর সদস্য সচিব জসিম উ্দ্দিন চৌধুরী, সাংবাদিক এসএম আকাশ, সাংবাদিক ফারুক মুনির, সাংবাদিক আরিয়ান লেলিন, আয়োজক কমিটির কর্নধার ওফেলিয়া।

    আরও খবর 20

    Sponsered content