• মহানগর

    চট্টগ্রাম লালখান বাজার‌ এলাকায় টিসিবির পণ্যনিয়ে নয় ছয়ের অভিযোগ

      প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৪ , ১২:০৭:০৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিশেষ প্রতিবেদন: নগরীর মতিঝর্ণা এলাকার মানিক প্রকাশ কাস্টিং মানিকের নেতৃত্বে টিসিবির পণ্য নয় ছয়ের অভিযোগ পাওয়া গেছে। গত১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকালে নগরীর লালখান বাজার এলাকার তুলা পুকুর লেইনে ৪শত জনের বরাদ্দকৃত প্যাকেট উপস্থিত মানুষকে না দিয়ে তার আত্মীয়-স্বজনকে টোকেন দেন। এ নিয়ে বাকবিতন্ড হয়। সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে । ভিডিও করতে গেলে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। উপস্থিত লোকজনের বাঁধায় মোবাইল নিতে পারে নাই।

    ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম-পরিচালক (অফিস প্রধান) মোঃ শফিকুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশনের সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে।তাদের চাহিদা অনুয়ায়ী পণ্য সরবরাহ করা হয়েছে।

    দায়িত্ব প্রাপ্ত ১৪নং লালখান বাজার ওয়ার্ড এর সিটি কর্পোরেশনের সচিব মুজিবুর রহমান বলেন, মানিক প্রকাশ কাস্টিং মানিক নামে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। কেউ কেউ সুবিধা মোতাবেক পণ্য ক্রয় করতে না পেরে রিউমার ছড়াচ্ছেন।

    এদিকে একই অভিযোগ রয়েছে চসিকের ৩৮,৩৯,৪০ও ৪১ নং ওয়ার্ড এলাকায়। নিউ মুরিং এলাকার ভুক্তভোগী‌‌ মোঃ মামুন ক্ষোভের সাথে বলেন,সিইপিজেডের বন্দরটিলা টিসিবি ভবনের সামনে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য ৩৫০ জন দেওয়ার ঘোষণা দিয়ে মাত্র ২০০-২৫০ কে টিসিবির পণ্য বিক্রি করে বাকি মাল আসিনি বলে ট্রাক সেল (ভ্রাম্যমাণ বিক্রি)বন্ধ করে দেয়।

    এতে করে প্রতিদিন শতশত মানুষ কষ্ট সহ্য করেই ফিরে যেতে বাধ্য হন। বিষয়টি নিশ্চিত যেনে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান ভুক্তভোগীরা।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content