• পার্বত্য চট্টগ্রাম

    বিএনপি গনতন্ত্রে বিশ্বাসী : সাচিংপ্রু জেরী

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৪ , ৯:৩৪:৫৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মোঃ শহিদুল ইসলাম শহিদঃ ৫ই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর বিএনপি ও সমমনা দল তাদের বাক্‌স্বাধীনতা ফিরে পেয়েছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। সব সময় জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে থাকে, রাজপথে জনগণের পাশে আছে বিএনপির। মহান বিজয় দিবস ও শহীদদের স্মরণে বান্দরবানে থানচি উপজেলা সদরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন সাবেক এমপি ও বিএনপি জাতীয় কমিটি সদস্য সাচিংপ্রু জেরী।

    সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থানচি উপজেলার আয়োজনে মহান বিজয় দিবসের শহীদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পণ করেন।

    পরবর্তীতে থানচি বাজার প্রাঙ্গনের বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘোষণা বাস্তবায়নে থানচি বাজার প্রাঙ্গণে বিভিন্ন ধর্মের ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি খামলাই ম্রো।

    সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সভাপতি মশিউর রহমান মিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি নুরুল ইসলাম, অমিত ভূষণ তংচংগ্যা, ওমর ফারুক জিহাদ, হাকুরাম ত্রিপুরা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

    0Shares

    আরও খবর 29

    Sponsered content