• মহানগর

    পতেঙ্গায় লিটল স্টার স্কুলে বিজয় উৎসব পালিত

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৪ , ৯:৪৭:২৯ প্রিন্ট সংস্করণ

    সিটি রিপোর্টার: স্বাধীনতার ৫৩ বছরের বিজয় দিবস উদযাপনে উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডের খাল পাড় সাইলো গেটস্থ লিটল স্টার স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দিবস পালিত হয়েছে।

    ১৬ ডিসেম্বর সকাল ৮টায় মনোঞ্জ ডিসপ্লে ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসের সূচনা করেন ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, শ্রমিক নেতা মোঃ নূরুল আবছার।

    প্রধান শিক্ষক কবিতা রানী বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অর্থ সম্পাদক মোঃ নাসির আহমদ, সাবেক সভাপতি মোঃ মুন্সি মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ রানা, সিনিয়র সদস্য মোহাম্মদ ইলিয়াছ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষীকা মাসুমা আক্তার প্রমুখ।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে ম্যানেজিং কমিটির সভাপতি আবছার বলেন, শিক্ষা ও সংস্কৃতি-বিনোদনে জাতির অগ্রগতি ঘটলে দেশের উন্নতি দ্রুত বিকাশমান হবে।যা বিগত বছরে গুলোতে আমরা করতে পারি নাই।

    এবার সুযোগ সৃষ্টি করে শিক্ষা কে আমূল পরিবর্তন করে জাতিকে উন্নয়নের দিকে ধাবিত করতে ঐক্যবদ্ধ কাজ এখনই শুরু করুন। এর আগে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণিল সাজে সজ্জিত হয়ে স্টিল মিল শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করে বীর সৈনিকদের।

    আরও খবর 25

    Sponsered content