• মহানগর

    দক্ষিণ হালিশহরে শীতবস্ত্র বিতরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী

      প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৪ , ১১:০১:৩২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিনিধি: নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডে শীতবস্ত্র উপহার বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নগর জামায়াতের সদস্য ও ইপিজেড থানা কমিটির সভাপতি মোঃ আবু মোকারম বলেছেন, বিগত ১৭ টি বছর আমাদের কে এভাবে উন্মুক্ত স্থানে কিংবা অন্য কোথাও সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেয়নি, ফ্যাসিবাদী সরকারের পুলিশ বাহিনী দিয়ে ও নিজস্ব আওয়ামী ক্যাডার- সন্ত্রাসীদের বাঁধা প্রদান সহ অন্যায়ভাবে জুলুম নির্যাতন চালিয়েছে।

    তার বিরুদ্ধে ২০২৪ সালে জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন, আর বাংলার ১৮ কোটি জনতা লীগের অপরাজনীতি দেখতে চাই না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে জামায়াত ইসলামীর সাথে নিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।কর্মসূচিতে শতাধিক মানুষের মাঝে কম্বল উপহার প্রদান করা হয়েছে।

    এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজীবী মোঃ শাহেদ,সমাজ সেবক ও কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক এম মুজিবুল হক বকুল, জামায়াত নেতা মোঃ হারুন অর রশিদ, আবদুল্লাহ্ আল আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী মুঃ সিরাজুল হক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content