• মহানগর

    বিজয় দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের যত আয়োজন

      প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৪ , ১১:৪৮:১২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উপযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৫ ডিসেম্বর) বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমীতে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরের কাট্টলীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে (ডিসি পার্ক চট্টগ্রামের দক্ষিণ পাশে) ৩১ বার তোপধ্বনি দেওয়া হবে। পরে সেখানেই পুষ্পস্তবক অর্পণ করা হবে।

    সকল সরকারি, বেসরকারি ও আধাসরকারি ভবনে উত্তোলন করা হবে জাতীয় পতাকা। এইদিন সকাল ৮টায় চট্টগ্রাম সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

    সকাল সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে।

    বেলা ১২টা থেকে চট্টগ্রামের সিনেমাহল সমূহে বিনাটিকেটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং দেশের সর্বত্র উম্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।

    মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া-মোনাজাত ও প্রার্থনা করা হবে।

    দুপুরে নগরের হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, ভবঘুরে কেন্দ্র ও বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন।

    বিকেলে জেলা ও উপজেলা সদরের স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠান, টি- টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, নৌকা বাইচ, ফুটবল, কাবাডি, ও হাডুডু খেলার আয়োজন করা হয়েছে।

    এছাড়াও দিনব্যাপী শিশু পার্ক, ডিসি পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর শিশুদের জন্য উম্মুক্ত রাখা ও বিনা টিকেটে প্রদর্শনীর ব্যবস্থা রাখা। ডিশ ক্যাবেল অপারেটর/মালিকদের মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ও ডকুমেন্টরি প্রদর্শন করা।

    চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার সাকিব শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content