প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৪ , ১০:২৬:৫৮ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি ক ও খ জোনের সাংগঠনিক সংলাপ কমিটি সমূহের ব্যবস্থাপনায় ফটিকছড়ি পৌরসভা ২নং বিবিরহাটস্থ সানমুন কনভেনশন হলে ১৩ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মুহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্যগণ।
এতে আর উপস্থিত ছিলেন ক জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার কবির আহমদ, মাষ্টার খোরশেদুল আলম, আলাউদ্দিন। খ জোনের সমন্বয়কারী মাষ্টার দিদারুল, আলী নেওয়াজ, আলম, মাষ্টার আহমদ হোসেন, শহিদ উল্লাহ। গ জোনের সমন্বয়কারী মাহাবুব আলম সাওদাগর, আলমগীর আলম, আনিস উদ্দিন সোহেল, নুরুল হুদা। ঘ জোনের সমন্বয়কারী মাষ্টার নাছির উদ্দীন, আক্তারুজ্জামান বাবর, আজিম উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্যগিরি আশ্রমের পক্ষ হতে মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র খোশরোজ শরিফ উপলক্ষে একটি পরিবারকে ছাগল পালনের জন্য নগদ অর্থ অনুদান প্রদান করা হয়।