• দক্ষিণ চট্টগ্রাম

    পটিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত

      প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৪ , ১১:১৫:৩৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : পটিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৩ ডিসেম্বর) পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্বাচন স্থগিত করা হয়।

    শনিবার (১৪ ডিসেম্বর) পটিয়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য্ ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবেদনের প্রেক্ষিতে এ নির্বাচন স্থগিত করা হয় বলে নোটিশে উল্লেখ করা হয়।

    পটিয়া প্রেসক্লাবে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করার অভিযোগ এনে বৃহস্পতিবার পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে বৈষম্যবিরোধী আন্দোলন পটিয়া উপজেলার পক্ষ থেকে লিখিত অভিযোগটি দেন সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী।

    বিষয়টি নিশ্চিত করে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘শান্তি শৃংখলা অবনতি হওয়ার আশংকা দেখা দেয়ায় ১৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পটিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করার অনুরোধ জানিয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    0Shares

    আরও খবর 28

    Sponsered content