• মহানগর

    চবি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কন্টেন্ট মেকিং’ কর্মশালা

      প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৪ , ১১:৫১:১৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রথাগত ক্যারিয়ারের গণ্ডি থেকে বেরিয়ে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘কন্টেন্ট ম্যাকিং অ্যান্ড কমিউনিকেশন’ শীর্ষক কর্মশালা আয়োজন করা হয়েছে।

    বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চবির মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

    ক্লাবের কার্যকরী সদস্য সাজিয়া রহমানের সঞ্চালনায় সাধারণ সম্পাদক আনিকা নাওয়ার জাহানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সেশনটি শুরু হয়। সেশনটি পরিচালনা করেন ইউএনডিপি’র কমিউনিকেশন কনসালটেন্ট আরকে সোহান।

    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের মডারেটর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আফজালুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার এবং ক্যারিয়ার ক্লাবের সাবেক সভাপতি শাফায়েত হোসেন তুষার।

    আরকে সোহান তার কাজের ধরন ও অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, একটি কন্টেন্টের প্রথম ৩ সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই ৩ সেকেন্ডে অডিয়েন্সকে আকর্ষণ করতে পারেন তবে তারা পুরো ১ মিনিটের ভিডিও দেখতে বাধ্য। সুন্দর একটি কন্টেন্টের জন্য তিনি ৫টি পয়েন্ট অনুসরণ করতে বলেন। তা হলো- শ্রোতাদের আইডিয়া দেয়া, উল্টো পিরামিড ফর্মূলা অনুসরণ করা, কোনো একটা স্টোরির প্রথমেই শুট না করে স্টোরি, লোকেশন, স্টোরির সঙ্গে সম্পৃক্ত মানুষ সব বুঝে তথ্য নিয়ে শুট করা, গল্পে ফোকাস করা এবং কন্টেন্টটি নিয়ে রিসার্চ করা। এছাড়াও তিনি কন্টেন্টের অ্যাংগেজিং, কপি রাইটিং, অ্যালগরিদম মেইনটেইনিং এবং কমিউনিকেশন নিয়ে আলোচনা করেন।

    বিশেষ অতিথির বক্তব্যে ক্লাবের মডারেটর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আফজালুর রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। আজকের এই আয়োজন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী ক্যারিয়ার সম্পর্কে ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে সহায়ক কার্যক্রমে সহযোগিতা করতে প্রস্তুত। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    ক্লাবের সাবেক সভাপতি শাফায়েত হোসেন তুষার ক্লাবের অতীত সাফল্য এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক-সাংস্কৃতি সংগঠনের দক্ষতা উন্নয়ন কেন্দ্রীক যেকোনো আয়োজন সর্বোচ্চ সহযোগীতার ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন। সমাপনী বক্তব্যে ক্লাবের সভাপতি শাফায়েত জামিল নওশান ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমের সংক্ষিপ্ত পরিকল্পনা তুলে ধরেন।

    অনুষ্ঠান শেষে “Reform CU: Rethink, Redesign & Recreate” প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এসময় আরকে সোহানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content