প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৪ , ১১:৪০:১৯ প্রিন্ট সংস্করণ
থানচি প্রতিনিধি: এনজিও সংস্থা কারিতাসের ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর সকাল দশটায় কারিতাসের অফিস কক্ষে মাঠ কর্মকর্তা হাদি চন্দ্র ত্রিপুরার সার্বিক পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফোরাম সদস্যদের বিভিন্ন বিষয়ে মতামত শুনেন মো: ফরহাদ আজিম জেপিও (মিল) প্রকল্প অফিস বান্দরবান।
এতে উপস্থিত ছিলেন ফোরামের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম শহীদ সদস্য,মাঠ সহায়ক নুম্রাউ মারমা মাঠ সিপিপি পিএইপি-২।ছাইন থোয়াই গ্য চাক মাঠ সহায়ক সিপিপি পিএইপি-২,সচিব চাকমা মাঠসহায়ক,হিউম্যানটারিয়ান ফাউন্ডেশন।