• মহানগর

    মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

      প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৪ , ১০:৩০:৪১ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগরীর বড় মিয়া মসজিদ কেবি আমান আলী রোডস্থ মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির শুভ উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শিক্ষাবিদ ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন ছানুভীর সঞ্চালনায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ আব্দুল হক চৌধুরী, এডভোকেট সৈয়দ জানে আলম, মোরশেদুল আলম, মির্জা বখতিয়ার উদ্দীন (বকুল), নুরুল আজাদ, নাজিম উদ-দৌলা, মো: ইউসুফ , জাকির হোসেন (সওদাঘর), হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন মাহবুব, মাওলানা মুহাম্মদ আখতার হোসাইন (ফারুকী), হাফেজ মাওলানা ফজলুল হক, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হেলাল উদ্দীন,মাওলানা নজরুল ইসলাম, মাওলানা হুযাইফা (রাসেল), সিকদার মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।

    এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সম-সাময়িক বিষয় নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাশেম।

    আরও খবর 25

    Sponsered content