• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে

      প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৪ , ১১:২০:০৭ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি কাঞ্চননগর সড়কে রাবার বাগান আশ্রয়ণ প্রকল্প এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ জুবায়ের( ১৮) নামের ফটিকছড়ি কলেজের এক ছাত্র নিহত হয়েছে।

    নিহত জুবায়ের কাঞ্চননগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পল্লান পাড়া এলাকার ব্যবসায়ী মোঃ খোরশেদুল আলমের ছেলে। সে ফটিকছড়ি ডিগ্রি কলেজের এইচ.এস.সি’র প্রথম বর্ষের ছাত্র।

    প্রত্যক্ষদর্শীরা জানান জুবায়ের ও তার দুই বন্ধু মোটরসাইকেল করে ফটিকছড়ি কলেজে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল। রাবার বাগান আশ্রয়ণ প্রকল্প এলাকায় দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী রাবার গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এতে জুবায়ের গুরুতর আঘাত পান।স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

    স্হানীয় বাসিন্দা জুবায়ের বন্ধু জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    আরও খবর 27

    Sponsered content