• উত্তর চট্টগ্রাম

    রাউজান শাহসূফি ছৈয়দ মতিউর রহমান শাহ’র ওরশ শরীফ অনুষ্ঠিত

      প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৪ , ৯:২৯:২৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুরস্থ গশ্চি গ্রামে অবস্থিত গশ্চি শাহী দরবার শরীফের মহান অলিয়ে কামেল হযরত শাহসূফি ছৈয়দ মতিউর রহমান শাহ ওরফে মতি ফকির আল কাদেরী আল চিশতি আল আশরাফী (রহ.) -এর ৩৭ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ গতকাল হযরত মতিউর রহমান শাহ’র পুত্র হযরত মাওলানা ছৈয়দ আবদুল জব্বার আল মতিয়া (রহ.) বড় শাহজাদা ছৈয়দ মোহাম্মদ ইউসূফ আল মতিয়া ( ম: জি : আ:) -এর সভাপতিত্বে মহাসমারোহে দিনরাতব্যাপী অনুষ্ঠিত হয়।

    ওরশ শরীফে কর্মসূচির মাঝে ছিল বাদে জোহর গোছল শরীফ, বাদে আসর খতমে গাউছিয়া শরীফ, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদে এশা ছেমা মাহফিল ও পরবর্তীতে বাদে ফজর মিলাদ-কিয়াম, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ। মাহফিলে ছেমা পরিবেশন করেন মরমী শিল্পী আহমদ নূর আমিরী, মোহাম্মদ মহিউদ্দিন সাবিত ও মোহাম্মদ হারুনুর রশীদ।

    বক্তব্য রাখেন শাহজাদা এস এম ইউনুছ আল মতিয়া, শাহজাদা এস এম ইব্রাহীম আল মতিয়া প্রমুখ। ওরশ মাহফিলে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content