• রকমারী

    ফোর্বসের তালিকায় এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ধনীর কার কত সম্পদ

      প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৪ , ১১:০৩:৪৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্যবিষয়ক ম্যাগাজিন ফোর্বস সাময়িকীর অনলাইন সংস্করণ ‘রিয়েল টাইম’ ২০২৪ সালের বিশ্বের শীর্ষ ধনীদের নতুন তালিকা প্রকাশ করেছে। এবারের শীর্ষ ধনী ইলন মাস্ক।

    শুক্রবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা দুইটার দিকে তালিকাটি প্রকাশ করা হয়।

    মার্কিন সাময়িকী জানিয়েছে, বিশ্বের শীর্ষ ১০ ধনী তালিকায় রয়েছেন-ইলন মাস্ক, ল্যারি এলিসন, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, বার্নার্ড আরনল্ট অ্যান্ড ফ্যামিলি, ওয়ারেন বাফেট, ল্যারি পেজ, সের্গেই ব্রিন, জেনসেন হুয়াং ও আমানসিও ওরতেগা।

    তাদের ব্যবসা, টাকার উৎস, সম্পদের পরিমাণ, শিক্ষা, পরিবারসহ লাইফস্টাইলের নানা দিক নিয়ে মানুষের আগ্রহ থাকে তুঙ্গে।

    বিশ্বের শীর্ষ ১০ ধনীর কার কী পরিমাণ সম্পদ রয়েছে ফোর্বসসহ আন্তর্জাতিক বিজনেস ম্যাগাজিনের তথ্য থেকে আসুন জানার চেষ্টা করি।

    ইলন মাস্ক
    বিশ্বের শীর্ষ ধনী টেসলা ও স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক। ৫২ বছর বয়সী এ মার্কিন ধনকুবের দক্ষিণ আফ্রিকায় জন্ম নেন। তার সম্পদের পরিমাণ ৩১৪ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।

    ল্যারি এলিসন

    সফটওয়্যার জায়ান্ট ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী। বর্তমানে তার সম্পদের পরিমাণ ২৩৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।

    জেফ বেজোস
    বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী মার্কিন ধনকুবের জেফ বেজোস। তিনি বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা। তার সম্পদের পরিমাণ ২১৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার।

    মার্ক জাকারবার্গ
    ফেসবুক ছাড়া তো চলেই না আমাদের। এই ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। তিনি ফেসবুকের মূল কোম্পানি মেটার বর্তমান সিইও। ১৯৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ সম্পদ রয়েছে তার।

    বার্নার্ড আরনল্ট
    ফরাসি বিলাসপণ্যের ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বার্নার্ড আরনল্ট। তার সম্পদের পরিমাণ ১৫৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

    ওয়ারেন বাফেট
    যুক্তরাষ্ট্রের ধনকুবের ওয়ারেন বাফেট। বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান তিনি। তার সম্পদের পরিমাণ ১৪৮ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার।

    ল্যারি পেজ
    গুগলের সহপ্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের ল্যারি পেজ। ১৩৯ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ রয়েছে তার।

    সের্গেই ব্রিন
    ১৩৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ সম্পদের মালিক সের্গেই ব্রিন রয়েছেন শীর্ষ ধনীদের আট নম্বরে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সহপ্রতিষ্ঠাতা তিনি।

    জেনসেন হুয়াং
    জেনসেন হুয়াংয়ের জন্ম তাইওয়ানে। ছোটবেলায় তিনি পরিবারের সঙ্গে থাইল্যান্ডে চলে যান। পরে তার পরিবার তাকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেয়। মার্কিন নাগরিক জেনসেন চিপ কোম্পানি এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা। তিনি কোম্পানিটির সিইও, প্রেসিডেন্ট। তার সম্পদের পরিমাণ ১২৭ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।

    আমানসিও ওরতেগা
    স্প্যানিশ ধনকুবের আমানসিও ওরতেগা। ফ্যাশন গ্রুপ ইন্ডিটেক্সের সহপ্রতিষ্ঠাতা তিনি। ১২২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ রয়েছে তার।

    প্রতি মুহূর্তে বিলিয়নিয়ারদের সম্পদের উত্থান-পতন হিসাব করে ফোর্বসের এই তালিকায় যেকোনো সময় ধনীদের অবস্থান পরিবর্তন হয়ে থাকে।

    0Shares