• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়ি ভূমি অফিস থেকে আবুল কাশেম নামের এক দালাল আটক

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৪ , ৯:২৬:৩৩ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা ভূমি অফিস থেকে আবুল কাশেম (৫০) নামের এক দালাল আটক করা হয়েছে। সহকারী কমিশনার ভূমি কাছে চন্দন মালাকার নামে এক প্রবাসীকে নামজারি করে দিয়ার কথা বলে ১০ হাজার টাকা নেয়ার অভিযোগে আবুল কাশেম কে আটক করা হয়।

    দোষ স্বীকার করায় তার কাছ থেকে ১০হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর নিকট ফেরত দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

    ১১ নভেম্বর সোমবার বিকেল উপজেলা আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন।

    ভুক্তভোগী ব্যক্তি দুবাই প্রবাসী চন্দন মালাকার বলেন স্হানীয় কাশেম মুন্সি ২০১৪ সালে আমার একটি জায়গার নামজারী করার জন্য আমার নিকট থেকে ১০ হাজার টাকা নেয়। ১০ বছর পার হয়ে গেলে ও সেই আজ না কাল করে দিবে বলে তাল বাহানা করে। তাই তাকে কোর্টের সামনে থেকে সরাসরি ধরে এনে এসিল্যান্ড স্যারের নিকট নিয়ে যাই।

    জানা গেছে হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা মৃত বজল আহমদের ছেলে আবুল কাশেম একজন দালাল হিসাবে পরিচিত। তিনি ভূমি অফিসে বিভিন্ন মানুষের নামজারীসহ বিভিন্ন ডকুমেন্ট বের করে দেওয়ার নামে দালালী করেন। এতে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।

    উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেজবাহ উদ্দিন বলেন ভুক্তভোগী একজন প্রবাসী আবুল কাশেম কে ধরে নিয়ে আসে। পরে সপ ভুক্তভগীর কাছ থেকে নামজারি করে দেয়ার নামে ১০ হাজার টাকা নেয় বলে স্বীকার করে। পরে তার কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর নিকট ফেরত দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

    আরও খবর 27

    Sponsered content