• খেলাধুলা

    বরিশাল-রাজশাহী ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএলের

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৪ , ১০:২৮:০১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    খেলাধুলা ডেস্ক: আগামী ৩০ ডিসেম্বর (সোমবার) শুরু হতে যাচ্ছে বিপিএলের ১১তম আসর। দেশের পট-পরিবর্তনের পর ক্রিকেট বোর্ডেও পরিবর্তন আসে।

    নাজমুল হাসান পাপনের জায়গায় সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। এবারের বিপিএলে গতানুগতিকের চেয়ে বরং ভিন্ন কিছুই দর্শক দেখবে বলে জানিয়েছেন তিনি।
    আসরের উদ্বোধনী ম্যাচে নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। একইদিন দ্বিতীয় ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল। সাত দলের অংশগ্রহণে এবার অনুষ্ঠিত হবে ৪৬টি ম্যাচ।

    সপ্তাহের ছয় দিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টা থেকে, দ্বিতীয় ম্যাচ সাড়ে ৬টা থেকে। শুধুমাত্র শুক্রবারে প্রথম ম্যাচ দুপুর ২টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে। ৩ জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকার প্রথম পর্ব। সিলেট পর্ব চলবে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত।

    ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে চট্টগ্রাম পর্ব। এরপর লিগ পর্বের বাকি অংশ ও প্লে-অফ রাউন্ড খেলতে ঢাকায় ফিরবে সবগুলো দল। ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। প্লে-অফের সবগুলোর ম্যাচের জন্যই থাকছে রিজার্ভ ডে।

    গতবার খেললেও এবারের আসরে অংশ নিচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা। তাদের পরিবর্তে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি- ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহীর দেখা মিলবে এবার। এছাড়া ১১ বছর পর দল গড়েছে চিটাগং কিংস।.

    0Shares

    আরও খবর 16

    Sponsered content