• খেলাধুলা

    দক্ষিণ হালিশহরে একাডেমি কাপের ওয়াম-আপ ফুটবল ম্যাচে সিনিয়র টিম ৪-০গোলে জয়ী

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৪ , ১০:৫১:৫৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ক্রীড়া ডেস্ক: নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহরে আন্তঃ একাডেমি কাপের ওয়াম -আপ ফুটবল ম্যাচে সিনিয়র টিম (সাদা দল)৪-০গোলে জুনিয়র টিম নীল দল কে হারিয়েছে।শুক্রবার বিকেলে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয়ী দলের আরাফাত, আকরাম, আমির,ওয়াসি গোল করে। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের মোঃআরাফাত।










    0Shares

    আরও খবর 16

    Sponsered content