• খেলাধুলা

    চট্টগ্রামকে হারিয়ে দুইয়ে রংপুর

      প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৪৯:১৬ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী ডেস্ক: রংপুরের জয়যাত্রা যেন থামছেই না। এবারের বিপিএলে প্রথম পাঁচ ম্যাচের দুটিতে জিতেছিল নুরুল হাসান সোহানের দল। এরপর শুরু হয় তাদের জয়যাত্রা। টানা পাঁচ ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত হয়েছিল আগেই। এবার চট্টগ্রামকে হারিয়ে এল টানা ষষ্ঠ জয়।



    মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বুধবার টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বরাবরের মতো আজও ব্যাটিংয়ে ব্যর্থ দলটি ১৩২ রানের বেশি করতে পারেনি। সহজ লক্ষ্য তাড়ায় নেমে ২৪ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় অপায় রংপুর।



    টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দলের সেরা তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে চট্টগ্রাম। রান পাননি তারকা ক্রিকেটার আফিফ হোসেনও, ফিরেছেন ১৫ রান করেই। বিদেশি রিক্রুট কার্টিস ক্যাম্ফার ও ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। এরপর তৌফিক খান তুষারকে নিয়ে ইনিংস মেরামতের কাজ চালাতে থাকেন জিয়া।



    তবে শেষ রক্ষা হয়নি। তুষার ফিরেছেন ২৮ রান করে। ক্রিজে থিতু হয়েও ইনিংসকে বড় করার আক্ষেপ নিয়ে জিয়া ফিরেছেন ৩৩ রান করে। এরপর আর দলের হয়ে বলার মতো রান করতে পারেননি কোনো ক্রিকেটার। ১৭ রান করে ইনিংসের শেষ বল পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরি। নির্ধারিত ওভার শেষে চট্টগ্রাম করে ১৩২ রান।



    আরও খবর 16

    Sponsered content