• মহানগর

    তিন মামলায় ৮ দিনের রিমান্ডে ফজলে করিম

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৪ , ১১:০০:০৯ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে নিহতের মামলাসহ পৃথক তিন মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে ফজলে করিমকে আরও ৫ মামলায় শ্যেন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখান আদালত।

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিম ও অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার ভার্চুয়াল আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

    এদিকে ফজলে করিমকে নিরাপত্তাজনিত কারণে সশরীরে আদালতে হাজির করা হয়নি।













    আরও খবর 25

    Sponsered content